আরজি কর মামলার রায়দান হবে শনিবার। এর আগে গত বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। শীর্ষ আদালতে নিজেদের আবেদনে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তাঁরা। সিবিআই নিশ্চিত যে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ই একমাত্র দোষী। এই আবহে ধৃতের 'ক্যাপিটাল পানিশমেন্ট' বা মৃত্যুদণ্ডের দাবি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসির সাজার আর্জি জানায় সিবিআই। এই পরিস্থিতিতে শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না, সেদিকে নজর সবার। জানা গিয়েছে, দুপুর নাগাদ এই মামলার রায় ঘোষণা করা হতে পারে। (আরও পড়ুন: ꦍমমতার 'দল চালানোর ঘোষণা'র পর বড় মন্তব্য অভিষেকের, বললেন- প্রশাসন মানে...)
আরও পড়ুন: 💯রাজ্যগুলির সাথেও আলোচনা... অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল কেন্দ্রীয় সরকার?
উল্লেখ্য, আরজি কর মামলায় শিয়ালদা আদালতে মোট ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এর আগে কলকাতা পুলিশের পথে হেঁটেই সিবিআই দাবি করে সঞ্জয় রায়ই এই মামলায় একমাত্র দোষী। এর আগে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয়কে ধরেছিল পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। তদন্ত করে সিবিআই সঞ্জয় রায়ের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর। এই আবহে বিচার প্রক্রিয়া শুরুর প্রায় ২ মাস আর সেই নৃশংস ঘটনার ৫ মাস ৯ দিন পর এই মামলার রায় ঘোষণা করা হবে। (আরও পড়ুন: ཧপ্রাইভেট গাড়ির জন্যে হাইওয়েতে নয়া 'টোল ব্যবস্থা'র ভাবনা সরকারের, জানালেন গডকড়ি)
আরও পড়ুন: ⛄কানাডার PM হতে মনোনয়ন ভারতীয় বংশোদ্ভূত MP-র, বক্তৃতা রাখলেন মাতৃভাষায়
এদিকে সুপ্রিম কোর্টে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমাণ লোপাট হয়েছে। এবং এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারা বিশ্বাস করেন না। এই আবহে বৃহত্তর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে যাতে সিবিআই যথাযথ তদন্ত করে, সেই দাবিতেই শীর্ষ আদালতে মামলা করেছেন নির্যাতিতার মা-বাবা। বুধবার তাঁদের হয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেন আইনজীবী করুণী নন্দী। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার আবেদন জমা পড়েছে। আবেদনে বলা হয়েছে, শীর্ষ আদালতের নজরদারিতে আরজি কর কাণ্ডের যে তদন্ত সিবিআই করছে, তার আওতায় অন্তর্ভুক্ত করা হোক নির্যাতিতার মা-বাবার অভিযোগের বিষয়টি। (আরও পড়ুন: 🍰ফের ভাঙল SpaceX-এর স্টারশিপ, ইলন মাস্ক বললেন - ‘সাফল্য না এলেও বিনোদন নিশ্চিত’)
আরও পড়ুন: 🍰'ইতিবাচক পদক্ষেপ,তবে অধ্যায় শেষ হয়নি', পান্নুনকাণ্ডে ভারতকে বার্তা মার্কিন দূতের
𓆏উল্লেখ্য, এর আগে সিবিআই তদন্তের তত্ত্বাবধানের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই সময় বিচারপতি পর্যবেক্ষণ করেছিলেন, যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে এবং হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি বিচারাধীন, তাই সিঙ্গল বেঞ্চের তরফ থেকে এই মামলায় হস্তক্ষেপ করা হবে না। তবে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের প্রধান বিচারপতি যদি অনুমোদন দেন কিংবা তদন্ত প্রক্রিয়ার নজরদারি সংক্রান্ত ব্যাখ্যা দেন, তাহলে তিনি এই মামলায় তত্ত্বাবধান করতে পারেন। এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন, উচ্চ আদালতে এই মামলার শুনানিতে পদ্ধতিগত বাধা যেন দূর করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই সবের মাঝেই এবার শনিবার শিয়ালদা আদালতে রায় দেওয়া হবে আরজি কর মামলায়।