বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2025-এ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের রুদ্ধশ্বাস ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে গিয়ে শেষমেষ ম্যাচ জিতে নেয় মিচেল স্টার্কের দিল্লি। স্লগ ওভারে দুরন্ত বোলিংয়ের পর স্টার্ক সুপার ওভার♔েও বল হাতে নজর কাড়েন। সেই ম্যাচে রাজস্থান রয়্যালসের নেওয়া কয়েকটা সিদ্ধান্তই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাহুল দ্রাবিড়ে বিরক্ত সঞ্জু?
ম্যাচের শেষলগ্নের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দলের প্রধান কোচ এবং অধিনায়ক এর মধ্যে মনোমালিন্যের ইঙ্গিত দিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সুপার ওভার শুরুর আগে রাজস্থান রয়্যালস দলের সদস্যদের সঙ্গে রাহুল দ্রাবিড় আলোচনা করছেন। কমেন্টেটররা তখন অনুমান করছিলেন কোন ব্যাটারদের মিচেল স্টার্কের বিরুদ্ধে নামানো হবে। টিম মিটিংয়ের মতো সেই আলোচনার সময় একজন খেಌলোয়াড় সঞ্জু স্যামসনকে আলোচনাౠয় যোগদানের জন্য ইশারা করেন, কিন্তু তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
সঞ্জু ভিডিয়ো ভাইরাল
স্যামসনের এই প্রত্যাখ্যান দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা আশঙ্কা করছেন যে দ্রাবিড় ও স্যামসনের মধ্যে সম্পর্ক ভালো নেই, ফের একবার হয়ত সংঘাত দেখা দিয়েছে তাঁদের মধ্যে। অনেকে আশঙ্কা করছেন, সঞ্জু স্যামসনকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে পা𓆏রে রাজস্থান ম্যানেজমেন্ট। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে এই ফ্র্যাঞ্চাইজিতে আর ℱযাতে সঞ্জু না থাকেন, সেই পরামর্শও দিচ্ছেন।
এই ম্যাচ একটা সময় মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস সহজেই জিতে নেবে, সৌজন্যেই যশস্বী জসওয়াল এবং নীতীশ রানার হাফ সেঞ্চুরি। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের দল ম্যাচ জিততে পারেনি। শেষ ওভারে ৯ রান বাকি থাকলেও মিচেল সඣ্টার্ক পরপর ইয়র্কার দিয়ে সেই ম্যাচ সুপার ওভারে নিয়ে গেছিলেন। সেখানেই রাজস্থানের ইনিংসকে স্টার্ক থামিয়ে দেন ১২ রানের মধ্যেই। ব্যাট করতে নেমে চার বলেই সেই রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালসের ট্রিস্টান স্টাবস এবং লোকেশ রাহুল।
সুপার ওভারে RR-র ব্যাটারদের নিয়ে প্রশ্ন
এই ম্যাচে রাজস্থানের ট෴িম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত সকলকে অবাক করেছে। যশস্বী জসওয়াল এবং নীতীশ রানা ম্যাচে অর্ধশতরান করলেও তাঁদেরকে ওপেনিংয়ে না পাঠিয়ে সিমরন হেতমায়ের এবং ধ্রুব জুরেলকে পাঠানো হয়। পরে যখন যশস্বীকে নামানো হয় তখন তাঁর আর কিছুই করার ছিল না। ফলে মনে করা হচ্ছে সুপার ওভারের এই সব সিদ্ধান্তের কারণেই কোচের ওপর বিরক্ত সঞ্জু স্যামসন।