ཧ Umpire's Gauge Test: সুনীল নারিন এবং এনরিখ নরকিয়ার পর, এবার রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। আম্পায়ারের ব্যাট পরিমাপ পরীক্ষায় ব্যর্থ হলেন রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটার। আম্পায়ারদের ব্যাট পরিমাপ সর্বশেষ শিকার হলেন রিয়ান। আসলে বিসিসিআই সম্প্রতি আইপিএল ২০২৫-এ ব্যাট পরিমাপ পরীক্ষা চালু করেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে ১৮৯ রান তাড়া করতে নেমে, ইনজুরিতে পড়েন সঞ্জু স্যামসন। এই সময়ে সঞ্জুর বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন পরাগ।
ꦦমোহিত শর্মার করা পঞ্চম ওভারের শেষ বলের আগের বলে একটি বাজে শট খেলতে গিয়ে চোট পান স্যামসন। তিনি কিছু সময় ব্যথা নিয়ে খেলার চেষ্টা করেন, মাঠে ফিজিও এসে তাঁকে দেখেন, এবং খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। শেষমেশ তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন … 🥂ভিডিয়ো: এক ফ্রেমে মেসি-মাহি! ধোনির সঙ্গে ফুটবল নিয়ে মাতলেন LM10
ꦗতাঁর জায়গায় ব্যাট করতে নামা রিয়ান পরাগ, স্ট্রাইক নেওয়ার আগেই, তাঁকে আম্পায়ার আটকে দেন। এবং তার ব্যাট একটি গজ পরীক্ষায় (gauge test) ফেল করে। এরপর রিয়ান পরাগকে মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ব্যাট পরিবর্তন করতে বাধ্য করা হয়। রিয়ান পরাগ এরপরে নিজের ব্যাট পরিবর্তন করে মাঠে নামেন।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … ꦛরাজস্থানের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করে প্রথমে টাই, পরে সুপার ওভারে ম্যাচ জিতে হারানো সিংহাসন ফিরে পেল দিল্লি
বিসিসিআই-এর নতুন ব্যাট সংক্রান্ত নিয়ম কী?
🏅টি২০ ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে, বিসিসিআই একটি নতুন নিয়ম চালু করেছে, যেখানে প্রতিটি ব্যাটার মাঠে নামার আগে তার ব্যাট একটি গজের মধ্যে দিয়ে পরিমাপ করা হবে। ওপেনারদের ব্যাট চতুর্থ আম্পায়ার চেক করবেন ম্যাচ শুরুর আগে, আর পরবর্তী ব্যাটারদের ব্যাট দুই অন-ফিল্ড আম্পায়ার পরিদর্শন করবেন।
আরও পড়ুন … ꦑআইপিএল ২০২৫-এ বুমরাহ-শামির দিকে বিশেষ নজর রাখছে BCCI! কারণ জানালেন রোহিত শর্মা
🍒আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল The Indian Express-কে জানান, ‘মাঠে একটি ন্যায্য লড়াই নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। কেউ যেন না ভাবে যে অপরপক্ষ অন্যায্য সুবিধা পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘খেলার ন্যায্যতা বজায় রাখতে বিসিসিআই এবং আইপিএল সবসময় প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এসেছে। আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছি যাতে প্রতিটি সিদ্ধান্ত রিভিউ করা যায় এবং খেলা অন্যায়ভাবে প্রভাবিত না হয়। এই নতুন উদ্যোগের মূল উদ্দেশ্যই হল খেলাধুলার স্পিরিট বজায় রাখা।’