✱ ফের ওটিটি প্লাটফর্মে অভিনয় করতে চলেছেন সোনালি বেন্দ্রে। এবার সোনালির সঙ্গে সঙ্গ দেবেন অভিনেতা আলি ফজল। ১৯৭৮ সালের গীতা এবং সঞ্জয় চোপড়া অপহরণ এবং হত্যা মামলার ওপর ভিত্তি করে তৈরি করা হবে এই ওয়েব সিরিজ।
🍬১৯৭৮ সালে গীতা এবং সঞ্জয় চোপড়াকে অপহরণ করে হত্যা করা হয়েছিল, যে মামলা পরবর্তীকালে রঙ্গা-বিলা মামলা নামেও পরিচিত হয়। এই ঘটনায় দোষীদের অর্থাৎ কুলজিৎ সিংহ ( রঙ্গা) এবং যশবীর সিংহ (বিল্লা) - কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৯৮২ সালে।
আরও পড়ুন: ღফের শুরু হতে চলেছে কেবিসি? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন:🥀 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
রঙ্গা-বিলা মামলা প্রসঙ্গে
ℱ১৯৭৮ সালের ২৬ আগস্ট নতুন দিল্লিতে সঞ্জয় চোপড়া এবং গীতা চোপড়াকে অপহরণ করে খুন করার ঘটনা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। ১৬ বছরের গীতা এবং ১৪ বছরের সঞ্জয়কে বাড়ি থেকে রেডিও স্টেশনে যাওয়ার পথে অপহরণ করে দুই দুষ্কৃতি। ঘটনার দুইদিন পর অর্থাৎ ২৮ আগস্ট সন্ধ্যা ছটা নাগাদ দিল্লি সংলগ্ন একটি জঙ্গল থেকে দুই ভাই বোনের দেহ উদ্ধার করা হয়।
♓ঘটনার কয়েকদিন পর ৮ সেপ্টেম্বর অপরাধীদের গ্রেফতার করা হয়। শুরু হয় বিচারপর্ব। দিল্লি আদালত রঙ্গা এবং বিলাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়, পরে সর্বোচ্চ আদালতে মামলা গেলে সেখানেও একই রায় দেওয়া হয়। মামলা পরে সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বিচারের কোনও ফের ফের হয় না। অবশেষে ১৯৮২ সালের ৩১ জানুয়ারি এই দুই দুষ্কৃতীর ফাঁসি হয়।
আরও পড়ুন: ဣশাহরুখের বাড়িতে থাকতে চান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন:♒ আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অমিতাভ
🍃এইচটি এক্সক্লুসিভ- এর সূত্র থেকে জানা গেছে, এই ওয়েব সিরিজে সোনালি এবং আলি তদন্তকারী কর্মকর্তাদের ভূমিকায় অভিনয় করবেন। এই মুহূর্তে নতুন দিল্লিতে এই সিরিজের শ্যুটিং চলছে। তবে শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশের একাধিক স্থানে চলবে সিরিজের শ্যুটিং। সর্বশেষে মুম্বইয়ে শ্যুটিং সম্পন্ন হবে।
🌠ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই এই মামলার বিষয়টি নিয়ে গবেষণা করেছেন পরিচালক। গল্পটি ভীষণ সংবেদনশীলতার সঙ্গে তৈরি করা হয়েছে, রঙ্গা-বিলা মামলার ওপর ভিত্তি করে তৈরি হওয়া এটিই প্রথম কোনও সিরিজ হতে চলেছে। এই সিরিজের মাধ্যমে মানুষ জানতে পারবে, এই মামলাটি দিল্লিকে কতটা প্রভাবিত করেছিল।
🌳প্রসঙ্গত, এই সিরিজটির পোস্ট প্রডাকশনের কাজ আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সিরিজটি মুক্তি পাবে এই বছরের শেষের দিকে।