সলমন খানের পর্দার বৌদি তিনি। আর তাঁর সেই 'হাম আপকে হ্যায় কৌন'-এর চরিত্রের জন্যই রেণুকা সাহানে একসময় সবথেকে বেশি চর্চায় ছিলেন। তবে আবার তিনি কাজ করেছেন শাহরুখ থানের সঙ্গেও। রেণুকাই ছিলেন শাহরুখ খানের প্রথম নায়িকা। হ্য়াঁ, ঠিকই শুনছেন। প্রকৃতপক্ষে, শাহরুখের টেলিভিশন ধারাবাহিক ‘সার্কাস’-এ তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেণুকা শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পর্দার নায়ক শাহরুখ বাস্তবে আসলে ঠিক কেমন, সেকথাইꦫ ফাঁস করেছেন রেণুকা সাহানে।
শাহরুখকে নিয়ে ঠিক কী বলেছেন রেণুকা?
সম্প্রতি এক রেডিও চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে রꦯেণুকা বলেছেন, 'উনি ততদিনে (সার্কাস করার আগে) ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাঁর বিশাল ফ্যান ফলোয়িং ছিল। শুটিং দেখতে অনেক মানুষ আসত। আমি ওঁকে টানা ৩৬ ঘণ্টাও কাজ করতে দ𝔉েখেছি।'
রেণুকা আরও বলেন, 'শাহরুখ স্পটবয় থেকে শুরু করে প্রযোজক, সকলের সঙ্গেই সমান আচরণ করতেন। কোনও ধরণের প🐼ক্ষপাতিত্ব তাঁর মনে ছিল না। মহিলাদের সঙ্গেও তিনি খুবই ভালো ব্যবহার করেন। উনি ভীষণই বিনয়ী। মহিলাদের কাজকে উনি সবসময় সম্মান করেন।'
আরও পড়ুন-'পুরানো𒈔 সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে 𒐪ফিরে গেলেন প্রীতি
শাহরুখ-রেনুকার সম্পর্ক
প্রসঙ্গত রেণুকার স্বামী ও অভিনেতা আশুতোষ রাণাও 'পাঠান' ছবিতে শাহরুখের 🎐সঙ্গে কাজ করেছেন। 'পাঠান' ছ🎃বি দেখার পর রেণুকা স্বামী আশুতোষের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন যে তিনি মুভি ডেটে গিয়েছিলেন। তাঁর সেই পোস্টে শাহরুখ মজা করে কমেন্ট করেন, কর্নেল লুথরাজি কো বাতায়া আপনে কি আপ মেরি পেহলি হিরোইন হ্যায় (তুমি কি কর্নেল লুথরাকে বলেছিলে যে তুমি আমার প্রথম হিরোইন)!! নাকি আমাদের এটা গোপন রাখা উচিত, নাহলে উনি আমাকে এজেন্সি থেকে বরখাস্ত করতে পারেন!
প্রসঙ্গত 'পাঠান'-এ কর্নেল লুথরাজি-র চরিত্র অভিনয় করেছিলেন রেণুকার স্বামী আশুতোষ রানা। এদিকে কাজের ক্ষেত্রে রেনুকা এই মুহূর্তে মারাঠি ছবি ‘দেবমানুষ’-এ অভি🐲নয় করছেন। এর আগে তিনি ‘দুপহিয়া’ ছবিতে অভি𒁃নয় করেছিলেন।