ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মরসুম শুরুর মাত্র এক সপ্তাহ আগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড় চোট পেয়েছেন। যা তাঁদের ভক্তদের মধ্যে আশঙ্কার কালো মেগ ছড়িয়ে দিয়েছে। যদ🎉িও রাজস্থানের আইপিএল ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে বুধবার অর্থাৎ আজ থেকেই রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যোগ দ🗹িয়েছেন প্রাক মরশুম ট্রেনিং ক্যাম্পে।
গত বছর জুন মাসে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচিং করিয়ে টি২০ বিশ্বকাপ জয়ের পরই দ্রাবিড় সরে দাঁড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসে🌠ন। অতীতে তিনি এই দলের হয়ে খেলেছেন, অধিনায়কত্বও করেছেন। সেই তিনিই রাজস্থান প্রথম অনুশীলনে ফুল ফিট অবস্থায় থাকতে পারলেন না।
পায়ে চোট পেয়েছেন রাহুল দ্রাবিড়
জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় নাকি পায়ে আঘাত পেয়েছিলেন দ্রাবিড়। আর সেই কারণেই ২২ শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের আগে রাজস্থান রয়্যালস দলের প্রথম দিনের অনুশীলনে নাকি উপস্থিত থাকতে পারেননি তিনি। রাজস্থান রয়্যালসের তরফে এক্স হ্যান্ডেলে যে ছবি শেয়ার করা হয়েছে তাতে দ্রাবিড়কে বাঁ পায়ে একটি কাস্ট পড়ে থাকতে দেখা গেছে। তবে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, বুধবারই জয়পুরে শিবিরে যোগ দিচ্ছেন। সেই পোস্টে এদিন সকালে রয়্যালসরা জানিয়েছে, 'বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পাওয়া প্রধান কোচ রাহুল দ্রাবিড় সুস্থ হয়ে উঠছেন এবং আজ জয়পুরে আমাদের সঙ্গে যোগ꧙ দেবেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন দ্রাবিড়?
অবসর নেওয়ার ১৩ বছর পর, ৫২ বছর বয়সী এই রাহুল দ্রাবিড় গত মাসে প্রতিয♛োগিতামূলক ক্রিকেটে ফিরে আসেন। তিনি নিজের ১৬ বছর বয়সী ছেলে অন্বয়ের সঙ্গে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে꧂র (কেএসসিএ) তৃতীয় গ্রুপের সেমিফাইনালে বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন পিতা-পুত্র জুটি, যেখানে দ্রাবিড় ২৮ বলে ২৯ রান করেন। এই খেলার আগে, দ্রাবিড় একই টুর্নামেন্টে আরও একটি ম্যাচে ছিলেন, যেখানে তাঁর ছেলে ৬০ বলে ৫৮ রান করে লাইমলাইটে এসেছিলেন।
সাঙ্গাকারার সঙ্গে কাজ করবেন দ্রাবিড়
গত বছর সৌদি আরবে আইপিএলের মেগা ন൩িলামের আগে দ্রাবিড় রয়্যালস শিবিরের দায়িত্বে ফিরে আসেন, এরপর কুমার সাঙ্গাকার আবার পজিশন ছাড়তে চান বলে গুঞ্জন ছড়িয়েছিল। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ছিলেন দ্রাবিড়। আগামী আইপিএলে তিনি অবশ্য কুমার সাঙ্গাকারার সঙ্গেই কাজ করতে চলেছেন, যিনি বর্তম𝔍ানে দলের ডিরেক্টর।
দ্রাবিড়কে ধন্যবাদ জানান সঞ্জু
সম্প্রতি জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামসন বলেন, ‘রাহুল স্যারই আমাকে ট্রায়াল থেকে নিয়ে ছিলেন। সে আমার কাছে এসে বলেছিল, তুমি কি আমার দলের হয়ে খেলতে চাও? এরপর আমি এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হয়েছি এবং তিনিও ফিরে এসেছেন। আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। তিনি যখন অধিনায়ক ছিলেন তখন আমি খেলোয়াড় হিসেবে তার অধীনে খেলেছি এবং তিনি যখন কোচ ছিলেন তখন আমি তার অধীনে ভারতীয় দলে খেলেছি। আমাদের মধ☂্যে সম্পর্ক খুবই স্পেশাল এবং আমি তাঁর থেকে অনেক কিছু শিখতে চাই।’