পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকুন চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যা൲য়। মুর্শি🦋দাবাদে ওয়াকফ আইনের বিরোধিতার নামে দাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের বোঝা বাড়ছে। এই পাপই ওনাকে বিদায় করবে।
🃏এদিন দিলীপবাবু বলেন, ‘রাম নবমীতে ডিস্টার্ব ক✃রার জন্য. হিন্দুদের ভয় দেখানোর জন্য রাজ্য সরকার বহু জায়গায় মৌলবাদীদের নামিয়েছিল। কিন্তু ফল উলটো হয়েছে। এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপ চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আবার সেই জঙ্গিদেরকে নামিয়েছেন।’
দিলীপবাবুর দাবি, ‘২ দিন ধরে মুর্শিদাবাদে যে ভাবে তাণ্ডব চলেছে, হিন্দুদের বাড়িঘর লুঠ, শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে সেটা দেখার পরেও রাজ্য সরকার চুপ করে ছিল। ২ দিন ধরে বিএসএফকেই সব নিয়ন্ত্রণ করতে হয়েছে। তার পর আদালতে যেতে হয়েছে আধাসেনা নামানোর🌼 জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না এখানে হিন্দুরা থাকুক।🙈 তাঁর রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজকে উনি শেষ করে দিতে চাইছেন। পাপের বোঝা বাড়ছে ওনার। এটাই ওনাকে এখান থেকে বিদায় করবে।’
বলে রাখি, গত মঙ্গলবার♍ থেকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে তাꦏণ্ডব চলছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায়। ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর। লুঠ করা হচ্ছে দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার বিকেলে উপদ্রুত এলাকাসহ প্রয়োজনীয় সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ।